কক্সবাজার:কক্সবাজারের টেকনাফের লেদা আনরেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আলমগীর হোসেন (৪৮) কে আটক করেছে। সে নওগা সদর উপজেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ জুলাই দুপুর ১২টার দিকে লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শিশুটিকে ঔষধের জন্য হাঁতুড়ে হারবাল চিকিৎসক আলমগীর হোসেনের কাছে পাঠালে সে দোকানের পিছনের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে বিকালে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা লেদা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা হাসিনা বেগম বাদী হয়ে একই দিন সন্ধায় মামলা দায়ের করে।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর দায়ের করা মামলায় আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।