ঢাকাশনিবার , ১৪ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

সেনা পাঠালে ভাল হবে না, ভারতকে হুঁশিয়ারি দিলেন তালেবান

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ১৪, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালেবান। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি। তবে ভারত যদি আফগানিস্তানকে সাহায্য করার জন্য সেনা পাঠায় তা হলে ভাল হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিল তালেবান। শনিবার (১৪ আগস্ট) এসব জানিয়েছে ভারতীয় পত্রিকা আনন্দবাজার।

তালেবানদের দখলকৃত এলাকায় উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিলো জার্মানি

প্রতিবেদনে বলা হয়, তালেবান মুখপাত্র সুহেল শাহীন বলেন, ‘সেনার ভূমিকা বলতে আপনারা কী বলতে চাইছেন? যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তা হলে সেটা তাদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে। তারা এলে আগে থেকে সব জেনেই আসবে।

তবে সেই সঙ্গে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহীন। তিনি বলেন, আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ভূমিকার আমরা প্রশংসা করছি।

সম্পর্কিত পোস্ট