ঢাকাবুধবার , ৬ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কাজে বাধা দেওয়ায় ইমরানকে আটক

প্রতিবেদক
সিএনএ

জুন ৬, ২০১৮ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সরকারি কাজে বাধা দেওয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে একটি কর্মসূচি থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এমরানুল হাসান আমাদের সময়কে বলেন, ‘পূর্ব অনুমতি না নিয়ে শাহবাগে কর্মসূচির আয়োজন করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। এতে বাধা দেওয়ায় সহযোগীদের নিয়ে র‌্যাবের ওপর আক্রমণ করে ইমরান এইচ সরকার। তাই সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে আটক করা হয়।’

এমরানুল হাসান আরও বলেন, র‌্যাত-৩-এর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে ইরমান এইচ সরকারকে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলমান মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ নামে মানুষ ‘হত্যা’ করা হচ্ছে-এমন অভিযোগ তুলে আজ শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় গণজাগরণ মঞ্চ। ওই সমাবেশ চলার সময়ই ইমরানকে আটক করে র‌্যাবের একটি দল।

সম্পর্কিত পোস্ট