কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরাম (৪৬) কমিশনার নিহত। শনিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার মেরিনড্রাইভ রোডের নোয়াখালীপাড়ার মিঠাপানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরো জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন মেরিনড্রাইভ রোডের নোয়াখালীপাড়ার মিঠাপানিরছড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে “স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে”র তালিকাভুক্ত শীর্ষ মাদকব্যবসায়ী ও ইয়াবার শীর্ষ গডফাদার, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুল হক এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে থেকে ১০ হাজার পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও ৫টি গুলির খালি খোসা উদ্ধার করে র্যাব। নিহত একরামের বিরুদ্ধে মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।