জসিম সিদ্দিকী: কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে ২টি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৭ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর ভোরে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লক থেকে রোহিঙ্গা ডাকাত জহির আহমদকে আটক করা হয়। সে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পর ২০৫ নং বাড়ীর হোছন আহমদের ছেলে।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি টিম রোহিঙ্গা ডাকাত জহিরকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে ক্যাম্পের ই ব্লকের একটি বাসার উপর থেকে ২টি দেশীয় তৈরি বন্ধুক, ৪ রাউন্ড কাতুর্জ ও ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওসি বলেন, আটক জহির টেকনাফের সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। দলটিতে রোহিঙ্গা ও স্থানীয় অপরাধীরা জড়িত রয়েছে। তিনি আরও বলেন, গত বছর আগস্ট মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সংঘটিত সহিংতার পর সে পালিয়ে আসছিল। পরে সে চিহ্নিত ডাকাত দলের সঙ্গে জড়িয়ে পড়ে। আটকের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।