‘গাবতলী হেমায়েতপুর সাভার ধামরাই’- একেকজনের হাঁকডাক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। গাবতলী পার হয়েই আমিনবাজার ব্রিজ হয়ে আমিনবাজার এলাকা। ব্রিজ পার হওয়ার পরই ব্যাটারি চালিত মিশুক, অটোরিকশা, মোটরবাইক চালকদের প্রশ্ন, কোথায় যাবেন? যারা ওদিকে যাচ্ছেন সবাইকেই জিজ্ঞেস করছেন তারা। বিভিন্ন গন্তব্যের জন্য চলছে দরদাম।
রাস্তায় কোনও সমস্যা হবে না এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাটারি চালিত মিশুক ড্রাইভার বলেন, ‘ভাই আপনি গেলে চলেন। রাস্তায় আমাদের পুলিশকে ম্যানেজ করা আছে। আমাদের সমস্যা হবে না।’
অন্য আরেক ব্যাটারি চালিত মিশুক ড্রাইভার বলেন, ‘আপনাকে ঠিকমত দিয়ে দিলেই তো হল। এত কথা জিজ্ঞেস করছেন কেন। যেতে চাইলে চলেন।’
বৃহস্পতিবার (৮ জুলাই) গাবতলী ও আমিনবাজার এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে।
গাবতলী ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, আমিনবাজার ব্রিজ এলাকাটি মিরপুর ডিভিশনে গাবতলী এলাকার মধ্যে পড়েছে। আমিনবাজার ব্রিজ হয়ে গাবতলীর দিকে কোনও ব্যাটারি চালিত মিশুক, অটোরিকশা আসতে দেওয়া হয় না। যদি আইন অমান্য করে কেউ ঢুকে পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আমিনবাজার ব্রিজ পার হয়ে সরেজমিন ঘুরে দেখা যায়, যাত্রীদের অপেক্ষায় মোটরবাইক চালক, ব্যাটারিচালিত মিশুক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। যে যার মত যাত্রীদের গন্তব্য সম্পর্কে জানতে চাইছে। গন্তব্যের ভাড়া ঠিক হয়ে গেলে অনেকে চেপে বসছেন এসব যানবাহনে। অনেক মোটরবাইক আবার চালক ছাড়াও দু’জন আরোহী নিয়ে গন্তব্যের দিকে ছুটছেন। মোটরবাইকের হেলমেট ছাড়াই চলছে যাত্রী পরিবহন। এ যেন দেখার কেউ নেই। আমিনবাজার ব্রিজ পার হয়ে সাভারের দিকে যেতে ওই রাস্তায় দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিনবাজার ব্রিজ হয়ে সাভারের দিকে যেতে এলাকাটি সাভার থানার মধ্যে পড়েছে। এসব এলাকায় সরকার নিষিদ্ধ যেকোনও ধরনের যানবাহন চলাচলের বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি।’
মিরপুর ট্রাফিক বিভাগের গাবতলী জোনের ট্রাফিক সার্জেন্ট শামসুদ্দিন বলেন, ‘আমিনবাজার পার হয়ে যেসব ব্যাটারিচালিত যানবাহন গাবতলীর দিকে উল্টো পথে আসার চেষ্টা করছে সেগুলোকে আমরা মামলা দিচ্ছি। যদিও এসব যানবাহন সরকার এরই মধ্যে মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে।’