ঢাকাবুধবার , ১৫ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ১৫, ২০১৮ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার:  কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে ১৫ আগস্ট বুধবার জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনের নেতৃতত্বে জেলা পুলিশ, কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল ( অবঃ) ফোরকান আহমেদের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষ, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের নেতৃত্বে জেলা জাসদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদের নেতৃত্বে জেলা মহিলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা শাহজাহানের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
পরে বের করা হয় এক বিশাল শোকর‌্যালী। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কক্সবাজার উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা: আবদুস সালাম, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদ, মুক্তিযোদ্ধা শাহজাহানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন এ দেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদকে সমূলে বিনাশ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট