প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালীর গোরকঘাটা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১লক্ষ টাকা জরিমানা আদায়
ঔষুধ বিক্রির নীতি ভঙ্গ ও অনিয়ম রোধকল্পে কক্সবাজার ঔষধ প্রশাসন ও মহেশখালী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহেশখালীর গোরকঘাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আজ সকালে মহেশখালীর গোরকঘাটা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ ঔষধ, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসীকে ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩’র ৪০(খ),৪০(গ)৪০(ঘ) ধারা ভঙ্গের দায়ে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফার্মেসীসমূহে নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং লাইসেন্সে বর্ণিত শর্ত মেনে ফার্মেসী পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে নেতৃত্ব দেন জনাব দীপক ত্রিপুরা, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মহেশখালী, কক্সবাজার এবং জনাব কাজী মোহাম্মদ ফরহাদ,ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন, কক্সবাজার।
এ সময় ঔষধ প্রশাসনের কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু তৌহীদ চৌধুরী ও সাথে ছিলেন।