সাবেক নারী কাউন্সিলর রহিমা বেগম
বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভিজিএফ’র সরকারি চাল বিতরণের সময় ছিনতাইয়ের অভিযোগে সংরক্ষিত সাবেক নারী কাউন্সিলর রহিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে গ্রেফতার করা হয়।
এর আগে, বুধবার (১৪ জুলাই) ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন সর্দার বাদী হয়ে সাবেক নারী কাউন্সিলর রহিমা বেগম ও তার স্বামীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনের নামে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার সকালে ৭ নম্বর ওয়ার্ডে ভিজিএফ’র চাল বিতরণের সময় সাবেক নারী কাউন্সিলর রহিমা বেগম ও তার স্বামী মো. আবু বক্করসহ অজ্ঞাত ১৫-২০ জন কাউন্সিলর হারুন সর্দার ও সংরক্ষিত কাউন্সিলর শাহানা আক্তার শানুর ওপর হামলা চালায়। এ সময় তারা ত্রাণের প্যাকেট ও নগদ টাকা ছিনিয়ে নেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার পরিদর্শক মিঠুন সিংহ জানান, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় নারী কাউন্সিলর রহিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান।