নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা দুই নারী ও তিন শিশুসহ সাত রোহিঙ্গাকে সন্দ্বীপ থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে থানার দক্ষিণ উরিরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাসানচর থেকে শনিবার দুপুরে একদল রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা বলে দালালের দল দক্ষিণ উরিরচর সাগর তীরে নামিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।
সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমদ জাগো নিউজকে বলেন, ‘দক্ষিণ উরিরচর এলাকা থেকে সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে প্রথমে উরিরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এখন তাদের থানায় আনা হচ্ছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ সাপেক্ষে মামলা দায়ের করা হবে।