কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর থেকে ৪ হাজার ৪২৫ ইয়াবা নিয়ে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বামাকা) নেতাসহ ৩জনকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ২৩ জুলাই দুপুর ১ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আবু তৈয়বের ছেলে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার সদর উপজেলা কমিটির সহ যুগ্ম সাধারন সম্পাদক হারুন (৩২) ও তার সহোদর আলম শাহ (১৯) এবং সৈয়দ আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২০)। তারা কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউপির দারিয়ারদীঘি গ্রামের বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, বেসরকারি বিমান নভোওয়ার যোগে তারা ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ২ জনের নতুন জুতা নিরাপত্তা কর্মীদের একটু অস্বাভাবিক মনে হলে, তাদের জুতা স্ক্যানিং মেশিনে দেয়া হলে সংকেত পেয়ে তাদের জুতার ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার একে এম সাঈদুজ জামান বলেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটকদের কক্সবাজার সদর থানায় দেয়া হয়েছে।