কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবা ভর্তি প্লাস্টিকের ব্যাগ পেলে পালিয়েছে এক পাচারকারী। ১৭ সেপ্টেম্বর সকালে টেকনাফের মুন্ডার ডেইল এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। ২ বিজিবি সূত্র জানায়, ইয়াবার একটি চালান টেকনাফ থেকে সড়ক পথে কক্সবাজার পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি মোটর সাইকেলে করে টহল দিচ্ছিল। তাদের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের ব্যাগ হাতে এক লোক রাস্তা থেকে নেমে গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি তাকে ধাওয়া করলে লোকটি ব্যাগটি পেলে গ্রামের ভিতরে প্রবেশ করে। পরে ওই ব্যাগে টহলরত বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করে। এ নিয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, উদ্ধার হওয়া ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।