ঢাকাবৃহস্পতিবার , ৮ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সভাপতিসহ সাত নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ৮, ২০১৮ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে খোকন মিয়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বিএনপি নেতারা হলেন- খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক এম ফরিদুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল, ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আজিম ও ইউনিয়ন ছাত্রদল নেতা হেলাল উদ্দিন। চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, খুটাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে বুধবার রাতে খোকন মিয়ার বাড়িতে বৈঠক করছিলেন নেতাকর্মীরা। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এদিকে উপজেলা বিএনপির সভাপতিসহ বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়টি পৌর বিএনপির সভাপতি স্বীকার করলেও এ ব্যাপারে কিছুই বলতে চাননি চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন।

সম্পর্কিত পোস্ট