কক্সবাজার: কক্সবাজারের রামুতে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ বাপ্পি (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহত বাপ্পী চকরিয়া উপজেলা সদরের গণি উদ্দিনের ছেলে ও রামু কলেজের ছাত্র। কক্সবাজার জেলা সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস গতকাল ২৪ আগস্ট দুপুর ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু ক্রসিং এলাকায় বাপ্পীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার এক বন্ধুও আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে প্রেরণ করা হয়েছে।