ঢাকারবিবার , ২৬ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বছরে জন্ম নিচ্ছে ৬০ হাজার রোহিঙ্গা শিশু!

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ২৬, ২০১৮ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজারে গত এক বছরে ক্যাম্পগুলোতে ৬০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। ইউনিসেফসহ একাধিক এনজিও সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য। নবজাতকের এ চাপে বাংলাদেশের কক্সবাজারে বাড়তি সংকটে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখন জন্মহার কিছুটা কমে দাঁড়িয়েছে। পরিবার পরিকল্পনা সম্পর্কে অনাগ্রহ ও কুসংস্কার বেশি সন্তান জন্মদানের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ক্যাম্পগুলোর কয়েক লাখ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে নানা সংস্থা। এসব সংস্থার জন্য নবজাতকের দেখভাল যেন নতুন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যেই ১০ লাখ মানুষের চাপে দুর্ভোগে বাংলাদেশ তথা কক্সবাজার। তার ওপর হাজার হাজার নবজাতকের কারণে সংকট আরও বাড়ছে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন এব্যাপারে আমরা উদ্বিগ্ন। বিভিন্ন এনজিও সংস্থাকে উৎসাহিত করা হচ্ছে সচেতনতামূলক কাজ করতে। পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট কাজ করছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এখন জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে রোহিঙ্গাদের সচেতন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সম্পর্কিত পোস্ট