ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পৌষের শীতমাখা দুপুরে মুখরিত বাঙালির ঐতিহ্য “নবান্ন”।

প্রতিবেদক
বিউটি দাশ

জানুয়ারি ১৩, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বিউটি দাশ – কলকাতা

গতকাল কৃষ্ণ পদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে নবান্ন উৎসব পালন করলো বঙ্গীয় শিল্প সংস্কৃতি মঞ্চ।
আজ কৃষকদের সম্মান দিয়ে নবান্ন উৎসবের সূচনা হয়।
উপস্থিত সকলকে পিঠে, পায়েস , নবান্ন খাওয়ান সম্পাদক চন্দ্রনাথ বসু
এইদিন সবুজ মন ও আমাদের বড়দিদি দুটি ব‌ই প্রকাশ করেন
আন্তর্জাতিক সাহিত্যিক পৃথ্বীরাজ সেন।
উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন রঞ্জনা গুহু, রঞ্জনা কর্মকার,বাঙ্গালী আনার প্রবক্তা ডা: পার্থ সারথী মুখোপাধ্যায়।
অলিপা বসু, মৃণালিনী ভট্টাচার্য,
লক্ষী বিশ্বাস,‌ শিব শঙ্কর বক্সি নাজনিনা সুলতানা, অগ্নি শিখা ড.সৌমেন্দ্র নাথ ঘোষ , সেখ মনিরুদ্দিন।
চেয়ারম্যান ছিলেন মুস্তাক আহমেদ ও সভাপতি ছিলেন সুমনা সেনগুপ্ত। সহ: চেয়ারম্যান বিউটি দাশ ,সহ সভাপতি সুমিতা পয়ড়্যা।
অতিথি গন নবান্ন নিয়ে অনেক আলোচনা করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কল্লোল কাজী।
কৃষক থেকে স্কুল শিক্ষক অমর কুমার দাস, জয়দীপ রায়চৌধুরী,
অপূর্ব কুমার গাঙ্গুলি মহাশয়দের
কবি ভূষণ সম্মান দেওয়া হয়।
বিবেক চেতনা সম্মান দেওয়া হয়‌
ডা পার্থ সারথী মুখোপাধ্যায়,‌ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় সম্মান দেওয়া হয় অভিরাজ সুর কে।সভা সঞ্চালনা করেন মধুমিতা ধূত।
সংগীত শিল্পী রশিদ খান এর প্রয়াণে নিরবতা পালন করা হয়।
লাল বাহাদুর শাস্ত্রী প্রয়াণ দিবস পালন করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com