ঢাকাশুক্রবার , ২২ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

নাফনদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল সম্পন্ন

প্রতিবেদক
সিএনএ

জুন ২২, ২০১৮ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার : ইয়াবা পাচার রোধ ও সীমান্তের দুই বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কক্সবাজারের টেকনাফের নাফনদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) যৌথ টহল দিয়েছেন। ২২ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাফনদীতে বিজিবি ও বিজিপি চারটি স্পিডবোট নিয়ে টহল দেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আসাদুদ-জামান চৌধুরী বলেন, বিজিবির শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার মো. এনায়েত আলীর নেতৃত্বে ১২ সদস্যের এবং মিয়ানমারের নম্বর ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনের ম্যাগিচং ক্যাম্পের পুলিশ লেফনেন্যান্ট নে নে অংয়ের নেতৃত্বে ১১ সদস্যের টহল দল দুইটি করে স্পিডবোটযোগে বিআরএম-২ হতে বিআরএম-৫ পর্যন্ত নাফনদীতে যৌথ সমন্বয় টহল দেন। এসময় উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যরা কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করেন।

সম্পর্কিত পোস্ট