ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

তারাবনিয়ারছডা রোড়ের আমিন উল্লাহ ম্যানশনে চুরি

প্রতিবেদক
সিএনএ

এপ্রিল ১৬, ২০১৯ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

শহর প্রতিনিধি: কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছডা রোড়ে কমার্স কলেজ এলাকার বাসিন্দা  মাওলানা আমিন উল্লাহ ম্যানশনে  চুরির ঘটনা ঘটেছে। ১৪ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে আক্রান্ত বাসার তালা ভেঙে চোরের দল মূল্যবান জিনিসপত্র চুরি করে। এনিয়ে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন, ব্যবহারের ল্যাপটপ, মোবাইল ও মুল্যবান আসবাবপত্র সামগ্রী চোরের দল  চুরি করে। শুধু তাই নয়, চুরি করে যাওয়ার সময় একটি মোটর সাইকেলও নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ভুক্তভোগি পরিবার থানায় আশ্রয় নিয়েছে বলে জানাগেছে।

সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরের তারাবনিয়ারছডা এলাকায় চুরির উপদ্রব অতিরিক্ত বেডে গেছে। এতে এলাকায়  সাধারণ মানুষ চোর আতংকে দিনযাপন করে আসছে।   এব্যাপারে এলাকাবাসী  সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট