অনলাইন ডেক্স:
কক্সবাজারের টেকনাফে একটি ব্রিজের র্যালিং ভেঙে একটি বাস খালে পড়ে গেছে। এতে বাস চালকের সহকারী আহত হয়েছেন। তবে বাসে কোনো যাত্রী ছিল না।
শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ২টায় উপজেলার সদর ইউনিয়নের কেরুন তলি ও বড়ই তলির মধ্যখানে অবস্থিত চালিয়াতলী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালকের সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস, পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে বাসটির উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা দিল মোহাম্মদ জানান, শনিবার দুপুরে প্রচুর বৃষ্টি ও সঙ্গে বজ্রপাত হয়। এসময় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখি, ব্রিজের র্যালিং ভেঙে একটি বাস খালে পড়ে গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টেকনাফ মডেল থানার এসআই সিরাজুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, একটি বাস দুর্ঘটনার পর খালে পড়ে যায়। বাসটি পায়রা সার্ভিস কর্তৃপক্ষের। ব্রিজের ওপরে জমাট পানির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম চৌধুরী জানান, বাসটি ব্রিজের র্যালিং ভেঙে খালে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।