ঢাকাবৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক ৫ রোহিঙ্গা

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৮, ২০২১ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ক্যাম্পে (ক্যাম্প-২১) অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (৭ জুলাই) বিকেলে চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬ এর রোহিঙ্গা রশিদ উল্লাহর ঘরে (৬৩৯) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।
অপরদিকে, উনচিপ্রাং ক্যাম্পে কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৪ রোহিঙ্গাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার রোহিঙ্গারা হলেন—চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬ এর ২৩১ ঘরের বাসিন্দা মো. সেলিমের ছেলে মো. জুবায়ের (১৯), ব্লক-বি/১ এর ৩৫ নং ঘরে বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. নুর আলম (২০), ১৪ নং ঘরের বাসিন্দা ইসলামের ছেলে আমির হোসেন (৩০), ব্লক-এ/৬ এর ৮৩ নং ঘরের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. ইয়াকুব (২৭), ব্লক-এ/৭ এর ১৬৩ নং ঘরে বাসিন্দা আবু তাহেরের ছেলে মো. রিদুয়ান (১৮)।

এসপি তারিক জানান, গোপন সংবাদে খবর আসে চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬ এর রোহিঙ্গা রশিদ উল্লাহর বাড়িতে ৫-৬ জন দুষ্কৃতিকারী অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়েই এপিবিএন ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।
পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা রশিদ উল্লাহ কৌশলে পালানোর চেষ্টাকারে তার কোমর হতে একটি দেশীয় তৈরি এলজি পড়ে যায়। পরে ঘরে থাকা অপর ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, বুধবার দুপুরে টেকনাফের উনচিপ্রাং (ক্যাম্প-২২) ক্যাম্পে কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৪ রোহিঙ্গাকে অর্থদণ্ড করা হয়েছে। উনচিপ্রাং এপিবিএন অফিসার ও ফোর্সের সহায়তায় ক্যাম্প সিআইসি মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত রোহিঙ্গারা হলো—উনচিপ্রাং ক্যাম্পের মো. সাকের (৪০), মো. হোসেন (২৭), আইয়ুব (১৯) ও রিয়াজ (৩৩)। তাদের বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক প্রত্যেক রোহিঙ্গাকে ৫০০ টাকা করে অর্থদন্ড করা

সম্পর্কিত পোস্ট