গুলশানের ডিসি (পুলিশ সুপার) সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ পুলিশ সুপার পদমর্যাদার নয়জনকে বদলি করা হয়েছে। আজ রবিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি বা পদায়নের তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়া জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে পিরোজপুর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শহিদুল ইসলামকে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়াও মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেনকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার এসবির পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ ইউনিট ৪ -এর পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট ১-এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।