ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

খুরুশকুল রোগী কল্যাণ গ্রুপের বন ভোজন ২০২৪ সম্পন্ন।

প্রতিবেদক
আনোয়ার হোছন

ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুরুশকুল রোগী কল্যাণ গ্রুপের বন ভোজন ২০২৪ সম্পন্ন।

(আনোয়ার হোছন)

“সেবার ব্রতে আলোকিত মোরা আলোর পথের যাত্রী, গোচাবো দুঃখ রোগ শোক তাপ পেরিয়ে আধার রাত্রি ” এই শ্লোগানকে সামনে রেখে খুরুশকুলের মানবিক সংঘঠন খুরুশকুল রোগী কল্যাণ গ্রুপের আয়োজনে প্রতি বছরের ন্যায় এক ঝাঁক মানবিক স্বেচ্ছাসেবক নিয়ে বন ভোজন ২০২৪ সম্পন্ন হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার প্রায় দেড় শতাধিক সদস্যের সমন্বয়ে আনন্দময় এক মুহুর্ত পার করে গ্রুপের সদস্যরা। তারা সারাদিন বান্দরবনের লামা উপজেলার বিভিন্ন পর্যনটন স্পট পরিদর্শন করে।


দুপুরের ভোজন শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৯জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় কক্সবাজার জেলা সদর হাসপাতালের সাবেক আরএমও খুরুশকুল রোগী কল্যাণ গ্রুপের প্রতিষ্ঠাতা ডা: মো: শাহীন আব্দুর রহমান চৌধুরী সবার উদ্দেশ্য দিক- নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি এই গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা এবং সকল সদস্যের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রতি বছর এমন আয়োজন সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি সহ মানবিক কাজে আগ্রহ বাড়াই বলে মনে করে গ্রুপের সদস্যরা।

সম্পর্কিত পোস্ট