ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কোজাগরী —-সুপ্রদীপ মুখার্জী

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ২৮, ২০২১ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

কোজাগরী
————————–
সুপ্রদীপ মুখার্জী
পেতেছি ঘরে আজ বিচিত্র আসন/
সম্মুখে মঙ্গলঘট রেখে করিব বরণ।/
জয় জয় হুলহুলি দেবে নর-নারী গণ/
জোড়হাতে পার্থনা করিবে মানব জন।/
আসনে অধিষ্ঠান করো মায়/ ছেড়ে যদি যাও তুমি শিবের ও দোহায়।/
তুমি লক্ষীদেবী ওগো নারায়ন ঘরনী/
মনে রেখো তুমি মাগো সকলের জননী।/
মন ওগো প্রার্থনা এই যে করে/ অধিষ্টান করো গো মা বঙ্গবাসীর ঘরে।/

সম্পর্কিত পোস্ট