নিজস্ব প্রতিবেদক: কোচিং বাণিজ্য বন্ধে ঢাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ বছরের বেশি সময় কর্মরত শিক্ষকদের বদলি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে, কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক বদলি সংক্রান্ত মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহাবুব আলমকে উদ্দেশ্য করে এ কথা প্রধানবিচারপতি।
তিনি বলেন, এই কোচিং বাণিজ্য বন্ধ এবং শিক্ষক বদলি না হওয়ার জন্য দায়ি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়। এছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে কোচিং বাণিজ্য সংক্রান্ত মামলায় হাইকোর্টের রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।