ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার দুই উপজেলায় বেড়েছে বাল্যবিবাহ

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ৩, ২০২১ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কক্সবাজার জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। জেলার ঈদগাঁও উপজেলায় বাল্যবিয়ে বেড়েছে ৮২ শতাংশ এবং উখিয়ায় বাল্যবিয়ে বেড়েছে ৭৫ শতাংশ।

এসব তথ্য জানিয়েছে উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

শনিবার (২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার ৯টি উপজলার ৩২টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় পরিচালিত গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাল্যবিয়ের জাতীয় গড় হার ৫১ দশমিক ৪ শতাংশ হলেও ২০২০ সালের মার্চ মাসের পর থেকে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কক্সবাজার জেলায় বাল্যবিয়ের হার অনেক বেড়ে যায়।

কোস্ট ফাউন্ডশনর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন সংস্থাটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ঈদগাঁও ও উখিয়ার পর রামুতে বাল্যবিয়ে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম চকরিয়া ও পেকুয়ায়, যথাক্রম ৩২ এবং ২৬ শতাংশ।

চলতি বছরের ৪ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে ২০২০ ও ২০২১ সালের তথ্য সংগ্রহ করা হয়।

সম্পর্কিত পোস্ট