কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে সেজান (২০) খুন হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে শহরের বইল্ল্যা পাড়া অগ্মমেধা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ খুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহরের অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় সেজানসহ একদল কিশোর মোবাইলে গেম খেলছিল। এ সময় তাহের, রাজু, শাহীন, অভি নামের কয়েকজন কিশোর সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে খোরশেদ আলম নামে এক যুবক সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেজানের মা জানান, তিনি তার ছেলে সেজানসহ শহরের জাদিরাম পাহাড় এলাকায় বসবাস করেন।
সোমবার সকালে সেজানকে কয়েকজন ছেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি দুপুর ১২টার দিকে তার ছেলে সেজানকে খুন করার খবর পান।
এর আগে রোববার (১৫ আগস্ট) রাতে ওই ছেলেদের সঙ্গে তার ছেলে সেজানের তর্ক হয়।
সেজানকে উদ্ধারকারী খোরশেদ আলম জানান, কক্সবাজার শহরের অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় মোবাইলে গেম খেলার সময় তর্কাতর্কির জের ধরে এ খুনের ঘটনা সংঘটিত হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার ক্লু উদঘাটন, খুনীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সেজানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।