সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং সেই সাথে স্থানীয়দের ক্ষতি পুষিয়ে দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে …..কক্সবাজার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সেইসাথে স্থানীয়দের ক্ষতি পুষিয়ে দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সরকার। যার মধ্যে দিয়ে উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের স্থানীয় মানুষরা পাবে একটি উন্নত জীবন। রোহিঙ্গা সংকটের একবছর পূর্তিতে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ২৮ আগষ্ট রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ও ইন্টার-সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)-এর যৌথ উদ্যোগ আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো : ফয়জুর রহমান, শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো : আবুল কালামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে রোহিঙ্গা নির্যাতনের শতাধিক আলোকচিত্র।