কক্সবাজার শহরের মাঝিরঘাট থেকে প্রায় ১ কোটি ইয়াবা লুটকারী এবং শহরের ইয়াবা ডন মিজান পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে শহরের টেকপাড়ার গোলাম মাওলা বাবুল প্রকাশ জজ বাবুলের ছেলে। ২০ জুলাই ভোর রাতে শহরের খুরুশকুল ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভোর রাতে মিজানকে নিয়ে ইয়াবা উদ্ধারে গেলে খুরুশকুল ব্রীজের পাশে আগে থেকে উৎপেতে থাকা তার সঙ্গিরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে মিজানকে ছিনিয়ে নিতে চায় এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আর মিজান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় সেখান থেকে ১০ হাজার ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে পুলিশের বিশেষ সূত্র থেকে জানা গেছে,মিজান শহরের অন্যতম ইয়াবা ডিলার। তার বিরুদ্ধে বহু আগে থেকে ইয়াবা ব্যবসার অভিযোগ ছিল। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি মাঝিরঘাট এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা আনে মিজান গংরা। সেটা পুলিশ খবর পেলে তাৎকক্ষনিক অভিযানে গেলে সে পালিয়ে যায় তবে খুরুশকুল থেকে ২ লাখ ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়। পরে মিজান ভারতে পালিয়ে গেলে আবার ফিরে আসার সময় ১৭ জুলাই বেনাপুল সীমান্তে ইমিগ্রেশন বিভাগে গ্রেফতার হয়। পরে জেলা পুলিশ তাকে এনে ব্যাপক জিঙ্গাসা বাদে সে শহরের ইয়াবা ব্যবসায়ি এবং ডিলারদের তথ্য দেয়। তার কাছ থেকে পুলিশ গুরুত্বপূর্ন তথ্য পেয়েছে বলে ও জানা গেছে।