ঢাকাশনিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নশীল দেশের ধারাবাহিকতা ধরে রাখতে হবে

প্রতিবেদক
সিএনএ

সেপ্টেম্বর ১৫, ২০১৮ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: সাড়ে নয় বছর ধরে কাজ করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘উন্নয়নশীল দেশের ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে।’ আজ শনিবার গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) তিন দিনব্যাপী ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘বাংলাদেশকে জাতির পিতা স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর হাত পেয়েছিলেন। এই সাড়ে তিন বছরে বাংলাদেশকে স্বল্প-উন্নত দেশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আজকে আমরা সাড়েনয় বছর ধরে কাজ করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছি।’
তিনি বলেন, ‘প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ আমরা প্রতিষ্ঠা করব। ইতিমধ্যে ১০০টির কাজ শুরু হয়েছে। এগুলো আমরা প্রতিটি জেলায় করে দেব।’প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের একটি করে ১০ তলা ভবন নির্মাণ, ওয়ার্কশপ, ল্যাব প্রতিষ্ঠা ও যন্ত্রপাতি স্থাপন এবং শিক্ষক কর্মচারীর প্রায় ৭ হাজার পদ সৃষ্টির জন্য ৩ হাজার ৬০৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চারটি সরকারি মহিলা পলিটেকনিক এবং ২৩টি বিশ্বমানের নতুন পলিটেকনিক স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।’তিনি বলেন, ‘আমরা যেহেতু এমডিজি সফলভাবে বাস্তবায়ন করেছি কাজেই এসডিজি ২০২১ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এটাও অর্জন করতে পারব। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের সপ্ত-পঞ্চবাষির্কী পরিকল্পনায় এটা অন্তর্ভুক্ত আছে।’শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে আমরা কেমনভাবে দেখতে চাই সেটা আমাদের লক্ষ্য। শত বছরের বাংলাদেশ কেমন হবে সেজন্যই ২ হাজার ১০০ সালের মধ্যে দেশকে উন্নত করার জন্য ডেল্টা প্ল্যান আমরা গ্রহণ করেছি। আর এজন্য আমরা নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি সই করেছি।’

সম্পর্কিত পোস্ট