ঢাকাশুক্রবার , ২১ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া-টেকনাফে নির্বাচনী পরিবেশ হঠাৎ উত্তপ্ত

প্রতিবেদক
সিএনএ

ডিসেম্বর ২১, ২০১৮ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া-টেকনাফের নির্বাচনী পরিবেশ হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে রাজনৈতিক উত্তাপ আর শঙ্কা। এতে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ভয়ভীতি আর আতংক। প্রতিনিয়ত আটক হচ্ছে বিভিন্ন স্তরের নেতাকর্মী। যা ৩০ তারিখ ভোট প্রদানের ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে নবীণ-প্রবীণ ভোটারেরা। তবে এতে আওয়ামীলীগের চেয়ে প্রশাসনের লোকজন বেশি অতি উৎসাহিত বলে দাবী করেছেন বিএনপির নেতৃবৃন্দরা।
উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও উখিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, ১৮ ডিসেম্বর পূর্বে নির্ধারিত তারিখ অনুযায়ী উখিয়া সদর ষ্টেশনে বিএনপি’র তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আলহাজ¦ শাহজাহান চৌধুরীর ধানের শীষ মার্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন আওয়ামীলীগের নৌকার প্রার্থীর কোন কর্মসূচী ছিল উখিয়ায়। হঠাৎ আওয়ামীলীগ,যুবলীগের কিছু উশৃংখল যুবক এসে বিনা উস্কানীতে আমাদের পথসভায় বাধা দেয়। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুর্বের নির্ধারিত পথসভা স্থগিত করিতে বাধ্য হই। কারণ আমরা চাইনা অন্যান্য স্থানের মত উখিয়ার রাজনৈতিক পরিবেশ বিনষ্ট হোক। তবে তিনি প্রশাসনের এক পক্ষীয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির কোন অভিযোগ প্রশাসন মাথা নিচ্ছে না, উল্টো উখিয়া-টেকনাফে প্রতিনিয়ত বিনা কারনে বিএনপি,যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে নতুন নতুন মামলা দেয়া হচ্ছে।
অথচ এদিকে বড় দু’দলের মধ্যে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ৪ বারের সংসদ সদস্য আলহাজ¦ শাহজাহান চৌধুরী রাতদিন উপেক্ষা করে ভোট ভিক্ষা করে চলছে। একই ভাবে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন নৌকার মনোনীত প্রার্থী শাহিন আক্তার। নাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী এম এ মনজুর ও হাতপাখা মার্কা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ শোয়াইব মাঠে রয়েছে।
উখিয়া-টেকনাফে ভোটারেরা দীর্ঘদিন পর আগামী ৩০ ডিসেম্বর তাদের কাঙ্খিত ভোটটি প্রদানের জন্য অধির আগ্রহে রয়েছে। তৎমধ্যে কেউ পরিবর্তনের পক্ষে, আবার কেউ উন্নয়নের ধারা অব্যাহত রাখার পক্ষে রায় দিবেন।
উপজেলা যুবলীগের সভাপতি, মুজিবুল হক আজাদ বলেন, সুষ্ঠু ও অংশ গ্রহনমূলক নির্বাচনের মধ্য দিয়ে উখিয়া-টেকনাফে এবারও নৌকা প্রার্থী বিপূল ভোটের ব্যবধানে জয় লাভ করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট