শরণার্থী ক্যাম্পে দুর্বৃত্তের পিটুনিতে রোহিঙ্গা নিহত
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের পিটুনিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুলাই) সকালে ক্যাম্পের গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।
নিহত রোহিঙ্গা মো. শাকের (৪৫) নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-সির শেড নং- ৮৯২/১ এর বাসিন্দা। তিনি আবু তালেবের ছেলে।
১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিক জানান, পূর্ব শত্রুতার জেরে নয়াপাড়া ক্যাম্পের বি ব্লকের রোহিঙ্গা এনামত ওরফে এনাম একই ক্যাম্পের অপর রোহিঙ্গা শাকেরকে মারধর ও মাথায় টর্চলাইট দিয়ে আঘাত করেন। এরপর তাকে রাস্তার পাশে নালায় ফেলে দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ক্যাম্প অভ্যন্তরে নিয়োজিত টহলরত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক তাকে পার্শ্ববর্তী আইপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরবর্তীতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একাধিক দল ও টেকনাফ থানা পুলিশ সম্ভাব্য সব স্থানে যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।