ঢাকারবিবার , ১৮ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১৮, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাটকে আইনজীবীদের নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগে অভিনেতা মোশাররফ করিমসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা হয়েছে। রবিবার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে ৫০ কোটি টাকার এই মানহানি মামলা করেন কুমিল্লা বারের আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনি।

অভিযোগটি আমলে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ পিবিআইকে আগামী ১৮ আগস্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় মোশাররফ করিম ছাড়াও অন্য আসামিরা হলেন– অভিনেতা জামিল হোসাইন, ফারুকী আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

জানা গেছে, ‘হাই প্রেসার ২’ নামে একটি নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার এই অভিযোগ উঠেছে।

মামলা করা প্রসঙ্গে বাদী বলেন, ‘আমি ৯ জুলাই “হাই প্রেসার ২” নাটকটি দেখেছি। আড়াই ঘণ্টার এই নাটকে আমাদের পেশাকে খুবই কটাক্ষ করা হয়েছে। এতে আমাদের মানহানি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতদিন কোর্ট বন্ধ থাকায় মামলা করতে পারিনি। তাই আজ করেছি। বিষয়টি উপস্থাপনের পর আদালত সত্যতা যাছাই করে মামলা গ্রহণ করেছেন।’

নাটকটি রিলিজ হওয়ার অনেকদিন পর কেন মামলা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে নাটক দেখার সময় পাইনি। লকডাউনে নাটকটি চোখে পড়েছে।’

সম্পর্কিত পোস্ট