ঢাকাশুক্রবার , ২৭ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

হোটেল থেকে এনজিও কর্মকর্তার দেহ উদ্ধার

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২৭, ২০১৮ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

তারেকুল ইসলাম: কক্সবাজারের হোটেল থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্মকর্তা তৌহিদুল ইসলাম (৩২) নামের একজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জুলাই রাত ১০ টার দিকে কক্সবাজার শহরের হোটেল হলি ডে থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল ইসলাম (২৫) চট্টগ্রাম জেলার পটিয়ার মো: সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা হিসাবে কাজ করে আসছিল। এনিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, ‘ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তোহিদুল ইসলামের মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি ষ্ট্রোক করে মারা গেছেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা সম্ভব হবে’।এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্মকর্তা মো: আলমগীর জানান, ‘তার মৃত্যু ষ্ট্রোক নয়, অন্য কারন হতে পারে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com