ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হারানো বিজ্ঞপ্তি

প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক

সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হারানো বিজ্ঞপ্তি:
গত ১২-০৯-২০২৩ ইংরেজি নিলুফা ইয়ামিন পিতা: জাহাঙ্গীর হোসেন, মাতা- মন্জুরা বেগম( ১৭) ২০২৩ ইং এস এস সি পাশ ।ঠিকনা: মধ্যম ডেইল পাড়া, খুরুশকুল ইউনিয়ন সদর কক্সবাজার। মেয়েটি বাংলাদেশ জার্মান সম্প্রীতি BGS সোনার পাড়া, উখিয়া শাখায় সেলাই প্রশিক্ষণকেন্দ্রে কাজে নিয়োজিত ছিল। ঐ দিন বাড়ি থেকে অফিসে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে এখনো খোঁজ নেই। এই ঘঠনা ভিকটিমের বড় ভাই গত ১৩-০৯-২০২৩ ইংরেজি তারিখে কক্সবাজার সদর মডেল থায়ায় নিখোঁজ জিডি করেন। মেয়েটির পরিবার গরীর ও অসহায়। প্রতিদিন মেয়ের খোঁজে প্রশাসন ও মানুষের ধারে ধারে ঘুরাঘুরি করেও কোন হদিস মিলছে না।

পরিবারের আকুল আবেদন কোন ব্যক্তি ঐ মেয়েটির খোঁজ দিতে
পারলে নিম্নোক্ত ঠিকানায় অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন।

সকল মানুষের প্রতি অনুরোধ অসহায় পরিবারের মেয়েটির খোঁজ পাওয়ার সহযোগিতায় বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।
খোরশেদ আলম
০১৬৩৯০৯২৮১৩
০১৮৩১১১১৩৫০

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com