ঢাকাবুধবার , ১৪ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

হামলা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে সরকার

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ১৪, ২০১৮ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

 নিউজ ডেস্ক:  অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর।আজ বুধবার বিকেলে ঐক্যফ্রন্ট নেতাদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার আগে নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় তিনি এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, ‘একটি অবাধ নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, সরকার নিজে এই পরিবেশটাকে নষ্ট করছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে বিএনপি কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের ওপরে যেভাবে অন্যায়ভাবে পুলিশ আক্রমণ করেছে। যেটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যথেষ্ট।

সম্পর্কিত পোস্ট