ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সেন্টমার্টিনে গণির জালে আবারো লাখ টাকার পোয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৮, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

সেন্টমার্টিনে গণির জালে আবারো লাখ টাকার পোয়া!
২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ বিক্রি করেছিলো ১০ লাখ টাকায়।
২০২০ এর নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পাইলে সেটি বিক্রি করেছিলো ৬ লাখ টাকায়।

আবারো নভেম্বর মাসে জোড়া পোয়া মাছ ধরলো সেন্টমার্টিনের জেলে গণি। ৮ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার রাতে পেয়ে গেলো ২ টি বড় পোয়া মাছ।

দাম হাঁকা হাঁকি চলছে….

৩ লাখ টাকা উঠেছে মাছ ২ টির দাম। আরো বাড়তে পারে…!

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com