ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

লামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এম, কামরুল হাসান টিপু,
বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধিঃ

বান্দরবান জেলার লামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ ২২ ফেব্রুয়ারি ( বুধবার) দিনব্যাপী মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা আবু মুসা ফারুকী, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মার্মা, লামা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক ছাচিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেন ও জসিম উদ্দিন কোম্পানী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও মোহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com