ঢাকারবিবার , ২৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লামায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

প্রতিবেদক
ইসমাইলুল করিম লামা(বান্দরবান) প্রতিনিধি:

অক্টোবর ২৩, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

লামায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ইসমাইলুল করিম লামা(বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া এই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৫২)। তিনি আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকার মৃত আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। মৃত আব্দুর রশিদ আজিজনগরের আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রি লিমিটেডে দারোয়ানের চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন মহরম।

তিনি জানান, আব্দুর রশিদ তার নিজ বসত ভিটায় ডাল-পালা কাটতে একটি কাঁঠাল গাছে উঠে। ডাল পালা কাটার সময় হঠাৎ তিনি পা পিছলে ২০ ফুট উচু গাছ থেকে মাটিতে পড়ে যান। গাছ থেকে পড়ার সময় মাথায় আঘাত পেয়ে নাক আর কান দিয়ে রক্ত বের হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com