ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লামাতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ‘শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
এম, কামরুল হাসান টিপু

ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা প্রতিনিধি :

পার্বত্য জেলা বান্দরবানের তথ্য অফিস লামা এর উদ্যোগে মঙ্গলবার (২৮ শে ফেব্রুয়ারি) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।তথ্য অফিস লামা’র সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার ।বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ,লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ।স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় বিষয়ে ধারণা পত্র উপস্থাপন করেন যৌথভাবে সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ ও সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ ।

ধারনাপত্রে সরকার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ ‘ এর চারটি মূল ভিত্তি : স্মার্ট সিটিজেন ,স্মার্ট ইকোনমি ,স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীজনের করণীয় সম্পর্কে আলোচনা করা হয় । মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ,সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন ।বক্তারা বলেন ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা ,তাঁর সেই স্বপ্নকে বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে । উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে । আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ,সমৃদ্ধ ,স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com