ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ২৯, ২০১৯ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ রোগীদের মতোই সরকারি নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক প্রধানমন্ত্রীর চোখ দেখেন এবং চিকিৎসা দেন। চোখ দেখানোর পর প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সেবায় সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী এর আগেও বেশ কয়েকটি সরকারি হাসপাতালে সাধারণ রোগীদের মতো লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিয়েছেন। গত এপ্রিলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই একইভাবে চোখের চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এছাড়া গাজীপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করান শেখ হাসিনা।

সুত্রঃযুগান্তর

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com