ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বিকাশে লেনদেনের টাকা পরিশোধ না করে দুই মহিলা পালনোর চেষ্টা, পরে আটকে রেখেছে জনগন

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১৪, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার ইউসুলোর ঘোনা এলাকায় বিকাশে প্রতারনা মাধ্যমে দুই জন মহিলা ১ লক্ষ ২৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে মহিলা চক্র। ইউসুলোর ঘোনা এলাকায় ইউসুফ সওদাগরের বিকাশের দোকানে গিয়ে মহিলা চক্রের একজন ১ লক্ষ ২৪ হাজার টাকা পাঠাতে বললে দোকানদার টাকা পাঠায়। পরে টাকা খুজলে বিভিন্ন রকমের কথা বলে টাকা না দিয়ে পালিয়ে যেতে চাইলে জনগন ঐ চক্রের দুই সদস্যকে আটকে রাখে। খোঁজ নিয়ে জানা যায় দুই মহিলা আপন বোন, টেকনাফ্যা পাহাড় এলাকার মোঃ কালুর মেয়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই মহিলাকে আটকে রাখা হয়েছে। এ ব্যাপার পুলিশকে অবগত করিলে ঘটনাস্থলে আসতেছে বলে জানান কক্সবাজার সদর থানার তদন্ত ওসি বিপুল দে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com