ঢাকাশনিবার , ১১ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বাঁকখালী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ এক জেলে

প্রতিবেদক
সিএনএ

ডিসেম্বর ১১, ২০২১ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে দে:

বাঁকখালী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ জাফর আলম (৬২) নামে খুরুশকুলের এক জেলে। সূত্রে জানা যায় জাফর আলম সহ আরো দুইজন সঙ্গী সহকারে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে শুক্রবার ২টায় খুরুশকুল ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বাঁকখালী নদীতে মাছ ধরাকালীন অতর্কিত অন্য একটি বড় ফিশিং বোট ছোট ডিঙ্গি নৌকাকে ধাক্কা দেয়। তখনই নৌকাটি ডুবে যায়।

অন্য দুই জন কোনমতে কুলে উঠলে ও জাফর আলম সাগরের গভীরে ডুবে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো নিখোঁজ রয়েছে জাফর আলম। উক্ত ঘটনায় নিখোঁজের পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

প্রশাসনের কাছে নিখোঁজ জাফর আলমের পরিবারের দাবি যত দ্রুত সম্ভব উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হউক।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com