ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি-বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নাইক্ষ্যংছড়ি-বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল এলাকার রাবার বাগানে ১১বিজিবি অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার। রবিবার ২৪ জুলাই বেলা সাড়ে ১২ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ক্যাপ্টেন তানভীর এর নেতুত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল রাবার বাগান নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় বিএসএ রাইফেল ১টি, বিদেশী রাইফেল ১টি, ব্যারাল ১টি এবং দেশীয় তৈরি পিস্তল ১টি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানাজায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি’র অধীনায়ক লেঃকর্নেল রেজাউল করিম এই প্রতিবেদক কে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com