ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

খুরুশকুল নতুন ব্রিজে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
আনোয়ার হোছন

ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

খুরুশকুল নতুন ব্রিজে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু!

( আনোয়ার হোছন)

খুরুশকুল নতুন ব্রিজে মোটর সাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত এবং দুজন আহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে খুরুশকুল নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৫০ বছর ধারণা করা হলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আহতদের একজন রাশেদুল ইসলাম বাবু (২৪) নতুন বাহারছড়া এলাকার মো: জাহাঙ্গীরের ছেলে জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খুরুশকুলের স্থানীয় বাসিন্দা মোঃ আরফাত বলেন- ব্রিজটি উদ্ভোধনের পর থেকে উড়তি বয়সের ছেলেরা বেপরোয়া গতীতে মোটর সাইকেল চালাতে দেখা যায়। সোমবার বিকেলে কক্সবাজার বাঁকখালী নদীর উপর নির্মিত কস্তুরাঘাট -খুরুশকুল নতুন ব্রিজ এলাকায় আশ্রয়ন প্রকল্পমুখী একটি মোটরসাইকেল এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় ঐ বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে যায়।

এ বিষয়ে কক্সবাজার সদর থানা পুলিশ জানান- নিহত বৃদ্ধের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট