ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পে পুলিশ-আরসা গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার-৩

প্রতিবেদক
কামাল উদ্দিন জয়

আগস্ট ৪, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

কামাল উদ্দিন জয় উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে কথিত সন্ত্রাসী গ্রুপ আরসা’র গোলাগুলির ঘটনা ঘটেছে। ক্যাম্প-৭ এর জি ব্লক ও ক্যাম্প-৬ এর ডি ব্লকের মাঝামাঝি স্থানে প্রায় তিন ঘন্টা গোলাগুলি চলে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।

বৃহস্পতিবার(৩ আগস্ট) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

গ্রেফতারকৃতরা হলো,ক্যাম্প-৬ এর সি-৬ ব্লকের সোলাইমানের ছেলে আবুল হাসেম(৩০),ক্যাম্প-৭ এর জি-৭ ব্লকের আব্দুস শরীফের ছেলে মো. রুহুল আমিন(২৩) ও ক্যাম্প-৫ সি-১ ব্লকের আবদুল মাজেদের ছেলে কামরুল হাসান(২২)।

১৪ এপিবিএন অধিনায়ক জানায়, বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চলাকালে আরসা’র সন্ত্রাসীরা পুলিশের টহল টিমের উপর গুলি ছুঁড়ে। এপিবিএন সদস্যরাও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এসময় তিন আরসা সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট হতে একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান, ছয় রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com