শহর প্রতিনিধি: কক্সবাজার শহরের কৃষি অফিস রোড়ে নানা জাতের কাপড়ের সমাহারে জমে উঠেছে এবারের জমকালো ঈদ বাজার। গতকাল বিকালে ঘুরে এ চিত্র দেখা গেছে। দোকানটি মালিক মামুন উদ্দিন জানিয়েছেন এবারের ঈদে আমার দোকানে রয়েছে দেশি বিদেশী ছোট-বড় সবার উপযোগি টেকসই ভালো এবং সাশ্রয় দামের কাপড় পাওয়া যাচ্ছে।