ঢাকাবৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ৩১, ২০১৯ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৮জনকে আটক করেছে। গত ৩০ জানুয়ারি সকাল ৩১জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান খান এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই দেলোয়ার হোসেন,এসআই রাজিব চন্দ,এসআই শরিফুল ইসলাম,এসআই আরিফ উল্লাহ, এএসআই আবুল কাশেম,এএসআই মোঃ মনিরুজ্জামান,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খানসহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- কক্সবাজার সদর থানার জাহাঙ্গীর আলম,পিতা- মৃত এজাহার মিয়া,সাং- বাহারছড়া নুরুল হুদা মাস্টারের পাশে,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার, দিদারুল আলম,পিতা- আবু শর্মা,সাং- পূর্ব গজালিয়া ইসলামাবাদ,থানা ও জেলা- কক্সবাজার, মোঃ রতন মিয়া,পিতা- আবু তাহের, মোসাৎ নাসিমা আক্তার,স্বামী- আবু তাহের,উভয় সাং- ভৈরবপুর উত্তর আর্টি,থানা- ভৈরব,জেলা-কিশোরগঞ্জ,নুরুল হক,পিতা- ছলিমা খাতুন,সাং-জাদিমুড়া মিনজিরা পাড়া ওয়ার্ড নং-০৯ হ্নীলা ইউপি,থানা- টেকনাফ,জেলা-কক্সবাজার,আক্তার বেগম,স্বামী- ছব্বির আহম্মদ,পিতা- মৃত ফকির আহম্মদ,সাং- দক্ষিন হ্নীলা,থানা- টেকনাফ,জেলা-কক্সবাজার,মোঃ নাজমুল হাসান,পিতা- মোঃ আব্দুল রাজ্জাক,সাং- আনোয়ার মিয়ার বাড়ী,থানা-মির্জাপুর,জেলা-টাঙ্গাইল,মোছাঃ নুসরাত ফাইরিন,পিতা- মোঃ নুরুল হোসেন,সাং-জোয়ারীয়ানালা,থানা- রামু,জেলা- কক্সবাজার,হাবিব,পিতা- মৃত নুর মোহাম্মদ,সাং- কুতুবদিয়া পাড়া ১নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার, মোঃ মনির হোসেন,পিতা- মতিয়র রহমান,সাং- নুর নগর,থানা- শ্যামনগর,জেলা-খুলনা, বর্তমানে সুগন্ধা রেস্টুরেন্ট,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ আশিকুর রহমান,পিতা- মৃত ফরিদুল ইসলাম,সাতঘরিয়া পাড়া,থানা-মহেষখালী,জেলা-কক্সবাজার,মোতালেব হোসেন পাভেল,পিতা-নিজাম উদ্দিন,মোঃ রুবেল উদ্দিন,পিতা-দুদু মিয়া, মাইন উদ্দিন,পিতা- মৃত মোঃ তৈয়ব, সর্ব সাং- দক্ষিন মুহুরী পাড়া ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার,মোঃ রবিউল হাসান,পিতা- মৃত নুরুল হাসান,সাং- নতুন বাহারছড়া,থানা ও জেলা- কক্সবাজার, মোঃ এনামুল হাসান,পিতা- মোহাম্মদ সেলিম,সাং-সমিতি পাড়া ,থানা ও জেলা-কক্সবাজার, মোঃ রোমান,পিতা- নুরুল হক,,সাং- পশ্চিম নতুন বাহার ছড়া, থানা ও জেলা- কক্সবাজার,মোঃ রাহমত উল্লাহ,পিতা- মৃত লোকমান উদ্দিন,সাং- সুজাও সওদাগর পাড়া ফুলবাগ,৪নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার,মোকারম,পিতা- কামাল পাসা,সাং-কুতুবদিয়া পাড়া,থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান খান তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com