কক্সবাজার সদর খুরুশকুলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
( আনোয়ার হোছন)
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ জেলাব্যাপী শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে সদরের খুরুশকুলে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ অক্টোবর (রবিবার) স্থানীয় দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। খুরুশকুলের পূজা উদযাপন পরিষদ এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন।
উক্ত সম্প্রীতি সমাবেশে অথিতি হিসাবে কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র সভাপতি অব: সুবে: মেজর আব্দুল মাবুদ, সদর জামায়াতের সেক্রেটারি মৌলানা মোস্তাক আহাম্মদ, সদর বিএনপির সাংগঠনিক এড.সাইফুল্লাহ নুর, খুরুশকুল জামায়াতের আমীর মৌলানা জহির, খুরুশকুল বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আমানুল হক, খুরুশকুল বিএনপির সাংগঠনিক নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম, সদর যুব দলের আহবায়ক আক্তারুজ্জামান লাভলু, সদর শ্রমিক দলের সভাপতি মোতাহের হোসেন, বাবু পরিতোষ, বাবু সনজিদ চক্রবর্তী, সাবেক মেম্বার বাবু জয়বর্ধন দে,সাবেক মেম্বার মাখন দে, ছাত্রদল নেতা আবু বক্কর ছিদ্দিক, মো: শামীম, রুবেল মিয়া ও সকল পুজা মন্ডফের সভাপতি-সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ থাকবে না। আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই নির্ধিদাই যার যার ধর্ম পালন করবে। আসন্ন দুর্গাপূজায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন বক্তারা। খুরুশকুল পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অশোক দে’র বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।