ঢাকাবৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করবে

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ৩১, ২০১৯ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, সরকার কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। তারই অংশ হিসাবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নীতকরণের চলমান মেগা প্রকল্পের কাজ শিঘ্রিই শেষ করা হবে। ফলে অচিরেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিয়মিত আসা-যাওয়া শুরু করবে।
৩১ জানুয়ারি পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী দু’দিনের সফরে কক্সবাজারে এসে শুরুতেই ককসবাজার জেলা আইনজীবী সমিতিতে এক অনির্ধারিত সভায় বক্তৃতাদানকালে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আইনজীবী এডভোকেট মাহাবুবে আলী কক্সবাজারে পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে আইনজীবী, সকল পেশাজীবী সহ জেলার সর্বস্থরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com