ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার বনবিভাগের অভিযান, বিপুল কাঠসহ ডাম্পার আটক

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ৬, ২০২১ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারে বনবিভাগের অভিযান, বিপুল কাঠসহ ডাম্পার জব্দ
কক্সবাজারে অভিযান চালিয়ে শহরের হলিডে মোড় থেকে বিপুল পরিমাণ জ্বালানি কাঠসহ একটি ডাম্পার জব্দ করেছে উত্তর বনবিভাগের বিশেষ টহল দল।

রোববার (৩ সেপ্টেম্বর) ভোররাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৫০ ঘনফুট গোল কাঠ জব্দ করে গাড়িসহ রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়।

কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতা এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় বন ও কাঠ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি বনভূমি উদ্ধার, বনজসম্পদ রক্ষার্থে সজাগ থাকার পাশাপাশি নিয়মিত টহলের মাধ্যমে বনদস্যুদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় বন সংরক্ষণ এবং বন অপরাধ দমনে কক্সবাজার উত্তর বনবিভাগকে তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত পোস্ট